নতুনের খোঁজে-নতুন দিগন্তে
শ্রীশ্রীহরিলীলামৃত।
কবি রসরাজ মহোদয়ের কৃত এই গ্রন্থে মহাপ্রভুর আজীবন-
জীবনী, অর্থাৎ জন্ম, বাল্যখেলা, কৃষিকার্য, বাণিজ্য,
শ্রীক্ষেত্র হইতে প্রসাদ প্রেরণ, লীলা-
প্রকাশ প্রাচুর্য, প্রভৃতি বহুতর
উপদেশপূর্ণ রচনাবলী
সম্বলিত।
কবি-রসরাজ
শ্রীতারকচন্দ্র সরকার কর্তৃক
প্রণীত।
পো : ওলপুর, সাং দুর্গাপুর, জেলা ফরিদপুর হইতে
শ্রীহরিবর সরকার কর্তৃক
প্রকাশিত।
১৩২৩ সাল।
মূল্য ২৲ দুই টাকা মাত্র।
শাস্ত্রপ্রচার প্রেস
৫নং ছিদামমুদির লেন, দর্জিপাড়া হইতে
শ্রীকুলচন্দ্র দে দ্বারা মুদ্রিত।