নতুনের খোঁজে-নতুন দিগন্তে
আমাদের ব্যাথা আমাদের আনন্দ
আমাদের ভালো আমাদের মন্দ
আমাদের ইতিহাস আমাদের বর্তমান
কালির আখরে অক্ষর করে রাখি।
--- আমাদের কথা আমরাই লিখি।
আমাদের অতীত, নির্যাতন-শোষণ
আমাদের উত্থান আমাদের পতন
আমাদের অন্ধ-দশা আমাদের জাগরণ
আমাদের বন্দিত্ব আমাদের বন্ধন-মোচন।
বন্ধুর পথে বন্ধুর সাথে শত্রুর বেষ্টনে
কঠিন-রুক্ষ পটে এগিয়ে চলার পদাঙ্ক আঁকি।
--- আমাদের কথা আমরাই লিখি।
আমাদের আবেগ আমাদের দ্রোহ
আমাদের ভক্তি আমাদের বিদ্রোহ
আমাদের কান্না আমাদের হাসি
আমরা ছড়াই প্রেম রাশি রাশি।
আমাদের ভালোবাসা জগতজোড়া
মিলেমিশে দেখি, শুনি, শিখাই ও শিখি।
--- আমাদের কথা আমরাই লিখি।
আমাদের আছে গৌরবের অতীত
আমাদের আছে উত্থানের গীত
আমাদের আছে শ্রীশ্রী হরিচাঁদ
আছে গুরুচাঁদ আছে তারকচাঁদ
আমাদের আছে মতুয়া দর্শন
আছে মতুয়াধর্ম আছে স্বতন্ত্র মনন।
আমাদের আছে ডঙ্কা-কাঁসি-নিশান
আছে শঙ্কাহারী জয় হরিবোল নাম।
ভয় কী সংশয়ে কলম ধর নির্ভয়ে
মতুয়ার কথা প্রকাশ হোক বিশ্ববলয়ে।
যা কিছু সত্য যা কিছু লিখে যাব আজ
তাই রবে ভবিষ্যতে ইতিহাসের মাঝ।
মানুষের কথা ভেবে লিখি মানুষের কথা
মতুয়া সাহিত্য সমাজ মিলন-বন্ধন-শাখী।
--- আমাদের কথা আমরাই লিখি।