নতুনের খোঁজে-নতুন দিগন্তে
মরার পরে কী হবে তার পাস না দিশে।
না মরিলে মড়ার করণ জানবি কীসে?
মরার পরের ভাব-স্বভাবে,
জীবন কী দুঃসহ বানাবে?
মরার পরের যত কথা,
কল্পনাতে যথাতথা।
জগজ্জীবন করতে সুখি
যুক্তিধারায় কর গে এবার পরামিশে।
মরার পরে রয় না কিছু
কেনো ছুটিস তারই পিছু।
থাকবে কেবল কর্ম-কৃতি
রাখতে পারলে সেই সম্প্রীতি।
ভালো-মন্দ এই দুনিয়ায়
পরকালে কিছু না যায়।
মরার আগে মিছেই মরিস
কেনো রে তুই পরকালের যাতায় পিষে।