সাধ কী জাগে না মনে অসীম ঐ আকাশ ছুঁতে!
নতুনের খোঁজে-নতুন দিগন্তে
সাধ কী জাগে না মনে অসীম ঐ আকাশ ছুঁতে!
ওরে প্রাণপাখি, ডানা কেনো বেঁধে রাখিস বিষয়সূতে?
(তোর) সাধ কী জাগে না মনে অসীম ঐ আকাশ ছুঁতে!
শূন্যে উড়ে বনের পাখি, আঁখিতে তার স্বপ্ন মাখি।
(মন) হও রে সেই স্বপন-শাখী, (ওরে) ডাক দিয়েছে মুক্তি-দূতে।
জীবনের শেষ কখন হবে – জানি না,
(তাই) বেঁচে থাকার আনন্দটা – ছাড়ি না।
হবেই শেষ জানি, তবুও বাঁচতে চাই;
বেঁচে আছি ভেবেই কতো আনন্দ পাই।
সুখ-পিয়াসী, সুখ কামনায় হয়ে অন্ধ;
দুঃখের ভয়ে, সুখ আসার পথ করে বন্ধ।
চাওয়া-পাওয়ার কামনা, মোহ-বেশে আনে যাতনা।
যা তোর আপন-বাসনা, (খুঁজে দেখ মন) তা রয়েছে সর্বভূতে।