যদি জাগে প্রাণ
নতুনের খোঁজে-নতুন দিগন্তে
যদি জাগে প্রাণ
অনন্তের আহ্বানে যদি জাগে প্রাণ
হও আগুয়ান, হও, হও আগুয়ান।
নিরখি গন্তব্যে শক্ত করে ধর হাল
যাও, যাও গেয়ে জীবনের জয়গান।
আসুক আঁধার নেমে, বাধুক বন্ধনে
বন্ধুর পথে কণ্টক বিধুক চরণে।
থামাবে না এ চলা, ভাঙবে না ক্রন্দনে,
বেয়ে যাবে তরী, আসে যতই তুফান।
হীরামন বেয়ে চলে আপন-তরণী
থামে না গোলোকচাঁদ দিবস-রজনী।
শ্রীতারক ভণে, হরি-গুরুচাঁদ নামে,
ত্যজিয়া দূর্মতি, করো, সুপথ-সন্ধান।