নতুনের খোঁজে-নতুন দিগন্তে
লঘু ত্রিপদী
বড় কর্তা, কহে বার্তা, শুন হরিদাস।
তব খেলা, সব লীলা, জগতে প্রকাশ।।
এত দিনে, নাহি চিনে, কত যে বলেছি।
ব্রজনাথে, বিশ্বনাথে, চিনেছি চিনেছি।।
গেল চিন্তে, তোমা চিন্তে, আর চিন্তা নাই।
মনোভ্রান্তে, তোমা চিন্তে, পারি নারে ভাই।।
ধন্য মাতা, ধন্য পিতা, ধন্য তুমি ভাই।
তোমা হেন, ভাই যেন, জন্মে জন্মে পাই।।
ধন্য বংশ, অবতংশ, তুমি যে আসিয়ে।
আমি ধন্য, জগন্মান্য, তোমা ভাই পেয়ে।।
তুমি আদি, গুণনিধি, পালক পালিকা।
তুমি স্থুল, বৃক্ষমূল, মোরা পত্র শাখা।।
ভক্ত সঙ্গে, মনোরঙ্গে, ব’সে থাক ঘরে।
দ্বারে দ্বারে, ভিক্ষা করে, খাওয়াব তোমারে।।
আর তিন, ভাই দীন, তারা শাখা পত্র।
তব গুণে, জগজ্জনে, হইবে পবিত্র।।
কর খেলা, সব বেলা, ভক্তগণ ল’য়ে।
ক্ষুধা হ’লে, সবে মিলে, যেওরে খাইয়ে।।
আমি ভৃত্য, চির নিত্য, খাটিব সংসারে।
তব সেবা, রাত্র দিবা, করিব সাদরে।।
ভক্তিময়, অনুনয়, করে বড় কর্তা।
শ্রীতারক, সুরচক, হরিলীলা বার্তা।।