নতুনের খোঁজে-নতুন দিগন্তে
জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণদাস।
জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস।।
জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর।
পতিত পাবন হেতু হৈলা অবতার।।
জয় জয় গুরুচাঁদ জয় হীরামন।
জয় শ্রী গোলোকচন্দ্র জয় শ্রীলোচন।।
জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয়।
জয় জয় মহানন্দ প্রেমানন্দময়।।
জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ।
নিজ দাস করি মোরে কর আত্মসাৎ।।
জয় উমাকান্ত প্রভু কনিষ্ঠ তনয়।
জয় শশীভূষণ সুধন্য জয় জয়।।
জয় জয় ওঢ়াকাঁদি শ্রীধাম সুন্দর।
যথা মহাপ্রভু হইলেন অবতার।।
হরি বংশে যত মাতা ঠাকুরাণী গণ।
কায়মনোবাক্যে বন্দি সবার চরণ।।
তারক যাহার দেহ মহানন্দ প্রাণ।
হরিবর করাঙ্কিত হরি লীলা গান।।