নতুনের খোঁজে-নতুন দিগন্তে
দীর্ঘ ত্রিপদী।
প্রভু যবে রামদিয়া, ব্রজনাথ সঙ্গে গিয়া,
প্রভু সঙ্গে রঙ্গেতে বেড়ায়।
পরে উড়িয়া নগরে, মহাপ্রভু বাস করে,
ব্রজনাথ সফলাডাঙ্গায়।।
ফিরে এল জমিদার, প্রভু না আসিবে আর,
ওঢ়াকাঁদি হ’ল বাসস্থান।
শুনিয়া নিষ্ঠুর বাণী, বুকে করাঘাত হানি,
ব্রজনাথ ত্যজিল পরাণ।।
গিয়া উত্তরের ঘরে, মধ্য চৌকি খাম্বা ধ’রে,
দাদা বলে ছাড়ে হুহুঙ্কার।
দাঁড়া’য়ে ত্যজিল তনু, বাহিরায় পরমাণু,
ব্রহ্মরন্ধ্র ফেটে যায় তার।।
যেন শশী প’ল খসি, ব্রজনাথ জ্যোতি আসি,
হরিচাঁদ পদে লুকাইল।
তার ভ্রাতাগণ যত, করিল অগ্নি সংস্কৃত,
কবি কহে রবি ডুবে গেল।।