নতুনের খোঁজে-নতুন দিগন্তে
পয়ার
এই ভাবে চারিভাই করে বাল্য খেলা।
এবে শুন মহাপ্রভুর স্বীয় বাল্যলীলা।।
মহাপ্রভু বাল্যকালে রাখিতেন গরু।
ধরিয়া গোপালবেশ বাঞ্ছাকল্পতরু।।
আবাধ্বনি দিয়া করে ধরিতেন তাল।
আনন্দে করিত নৃত্য গোধনের পাল।।
গোপনীয় ভাব যেন ছিল বৃন্দাবনে।
করিত তেমনি খেলা রাখালের সনে।।
ব্রজেতে যেমন ভাব ছিল ভঙ্গী বাঁকা।
সেই ভাবে দাঁড়া’তেন যষ্টি দিয়া ঠেকা।।
ভাব দেখে রাখালেরা জিজ্ঞাসিত নাম।
বলিতেন নাম কৃষ্ণ দূর্বাদল শ্যাম।।